যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আলিয়া। Alia

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আলিয়া। Alia

 

 


ই স্ক্রিন

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যোগ দিতে চলেছেন আলিয়া ভাট, চলতি বছরের মার্চে যে খবর নিশ্চিত করেছিলেন যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি। শুধু তাই নয়, আসন্ন এই ছবিতে আলিয়ার সঙ্গী হবেন শর্বরী ওয়াঘ। এবার সেই ছবিরই নাম ঘোষণা করলেন আলিয়া।

শুক্রবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট একটি টিজার প্রকাশ করে ছবিটির নাম জানিয়েছেন আলিয়া। ছবিটির নাম ‘আলফা’। সঙ্গে অভিনেত্রী আরো লিখেছেন, ‘‘এখন আলফা মেয়েদের সময়।’’

ছবিটি যে অ্যাকশন থ্রিলার, তা অনুমেয়। টিজারে আলিয়ার হেঁয়ালিমাখা কণ্ঠস্বর সেই সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। তিনি বলছেন, ‘‘গ্রিক ভাষার প্রথম অক্ষর এবং আমাদের উদ্দেশ্য এক। মন দিয়ে দেখলে, সব শহরে একটা জঙ্গল পাওয়া যাবে। আর সেই জঙ্গলে রাজত্ব করে আলফা।’’

নির্মাতারা জানিয়েছেন, ইতোমধ্যেই ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন শিব রাওয়েল। যিনি এর আগে ‘দ্য রেলওয়ে ম্যান’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন।

জানা গেছে, ছবিটিতে ‘সুপার সোলজার’-এর ভূমিকায় অভিনয় করবেন আলিয়া। থাকছে প্রচুর অ্যাকশন দৃশ্য। যেসব দৃশ্য ধারণ করা হবে মুম্বাই ও ইংল্যান্ডে। এছাড়াও শোনা যাচ্ছে যে, ছবিটিতে আলিয়া ও শর্বরীর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে পারেন অনিল কাপুর।- বলিউড হাঙ্গামা

Copyright © E Screen | Distributed by Blogger Templates | Designed by OddThemes