ভৌতিক সিনেমায় উর্বশী রাউতেলা । Urbashi Rautela

ভৌতিক সিনেমায় উর্বশী রাউতেলা । Urbashi Rautela


 




ই স্ক্রিন ডেস্ক

কিয়ারা আদভানি, জাহ্নবী কাপুর, সানি লিওন, বিপাশা বসুর মতো গ্ল্যামার অভিনেত্রীর পথ অনুসরণ করে এবার হরর সিনেমায় অভিনেত্রী হিসেবে নাম লেখালেন উর্বশী রাউতেলা। মিউজিক্যাল রোমান্স হরর সিনেমা ‘কসুর’-এ দেখা যাবে এই বলিউড তারকাকে। বিপরীতে থাকছেন অভিনেতা আফতাব শিবদাসানি। এই সিনেমা নিয়ে দারুণ আশাবাদী উর্বশী। 


ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘কসুর’ অন্যান্য বলিউড হরর সিনেমা থেকে কিছুটা হলেও ভিন্ন ধরনের মনে হবে। কারণ, এর কাহিনিতে ভৌতিক ঘটনাবলির যে মনস্তাত্ত্বিক বিষয় তুলে ধরা হচ্ছে, তা দর্শককে ভাবনার খোরাক জোগাবে। এ ধরনের গল্পে আগে কাজ করার সুযোগ হয়নি তাঁর। যে কারণে এই সিনেমায় অভিনয় করা একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনি নিজেকে নতুনভাবে পর্দায় তুলে ধরার দারুণ সুযোগ। অভিনেত্রীর বিশ্বাস, ‘কসুর’ মুক্তির পর দর্শকের কাছে তাঁর গ্ল্যামার ইমেজ নতুনভাবে ধরা দেবে।  শুধু ‘কসুর’ নয়, উর্বশী ‘এনবিকে ১০৯’, ‘ওয়েলকাম থ্রি’, ‘ব্ল্যাক রোজ’সহ নতুন প্রতিটি সিনেমা নিয়েই দারুণ আশাবাদী।


তাঁর কথায়, ‘আবেদনময়ী তারকার বদলে অভিনেত্রী হিসেবে নিজেকে পর্দায় তুলে ধরতে এখন সেসব কাজই করছি, যা দর্শকমনে ছাপ ফেলবে। দেরিতে হলেও বুঝেছি, ভালো কাজ দিয়েই দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তোলা যায়।’





Copyright © E Screen | Distributed by Blogger Templates | Designed by OddThemes