শাকিবের বরবাদ টিজারে দক্ষিণি সিনেমার ছোঁয়া
ই স্ক্রিন ডেস্ক
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘বরবাদ’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে! যেমনটা আগে কখনও দেখেনি তার ভক্তরা। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারে রীতিমত চমকে দিয়েছেন এই তারকা। সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্তকেও। ব্লকবাস্টার প্রিয়তমা’র পর বরবাদ-এও দেখা গেল ইধিকা পালকে।
এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন।প্রকাশিত টিজারটি হুমড়ি খেয়ে দেখছে সিনেমাপ্রেমীরা! বরবাদ টিজারের ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা। এই সিনেমা দিয়ে শাকিব খান আসন্ন ঈদুল ফিতর মাতাবেন। টিজার দেখে কেউ কেউ আলোচনা করছেন, শাকিব খান দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। টিজারে ভায়োলেন্স থেকে রোমান্স, নীল চোখে শাকিব খান কি ক্যারিশমাটাই না দেখালেন! সেই সঙ্গে টিজারে শাকিবের সোয়াগ, লুক, কাস্টিউমের তারিফ করছেন দর্শক।
রোমান্টিক ও এ্যাকশন-ভায়োলেন্স ট্যাগ নিয়ে বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা।