প্রি-বুকিংয়ে এগিয়ে ‘তুফান’, সিঙ্গাপুরে ৮০ শতাংশ হাউজফুল । ‍Shakib khan । Mimi

প্রি-বুকিংয়ে এগিয়ে ‘তুফান’, সিঙ্গাপুরে ৮০ শতাংশ হাউজফুল । ‍Shakib khan । Mimi

 

ই স্ক্রিন ডেস্ক :

ঈদ শেষ হলেও দেশের সিনেমা হলগুলোতে দর্শকদের সিনেমা দেখার উন্মাদনা এখনও শেষ হয়নি। যদি শেষ হতো তাহলে মুক্তির ২০ দিন পরে গিয়েও প্রতি শো হাউজফুল পাওয়া যেত না। অনলাইনে সদ্য দিনের শো-এর টিকেট মিলতো, কিন্তু সেটিও হচ্ছে না। বিশেষ করে সিনেপ্লেক্সে ‘তুফান’ দেখতে হলে কমপক্ষে দু’দিন আগে অনলাইনে টিকেট বুকিং দিতে হচ্ছে!


গেল ঈদে মুক্তির পর থেকে শাকিব খান অভিনীত ‘তুফান’ শুধু বাংলাদেশ নয়, রমরমা চলছে মধ্যপ্রাচ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনে। এমনকি সবখানে হলিউড, বলিউড, কোরিয়ান সিনেমাগুলো টপকে টপ ফাইভ লিস্টেও উঠে এসেছে ‘তুফান’।



সাফল্যের ধারাবাহিকতায় ৫ জুলাই ইন্ডিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পেয়েছে আলফা আই প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ছবি ‘তুফান’। জানা যায়, পশ্চিমবঙ্গের বড় বড় ৪৭টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘তুফান’। রবিবার সেখানকার সাপ্তাহিক ছুটি হওয়ায় শহরের অধিকাংশ থিয়েটারগুলোতে ‘তুফান’ প্রি-বুকিংয়ে অনেকটা এগিয়ে রয়েছে।


‘বুক মাই শো’-এর মাধ্যমে দেখা যায়, রবিবার তুফানের অধিকাংশ থিয়েটারে শুরুর দিনের তুলনায় বুকিং বেড়েছে। যা ইতিবাচক দিক বলছেন সংশ্লিষ্টরা।  রাফী বলেন, এর আগে ইন্ডিয়াতে যতগুলো বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে সেই তুলনায় তুফান ভালো অবস্থানে আছে।



ইউটিউব রিভিউয়ে দেখা যায়, ‘তুফান’ দেখে কলকাতার দর্শকরা বলছেন, এমন কমার্শিয়াল সিনেমা তাদের ওখানেও হয় না।৪ জুলাই ছবির প্রিমিয়ার দেখে টলিউডের একাধিক শিল্পীরা বলছেন, এই সময়ে দুই বাংলায় তুফানের মতো বিগ ক্যানভাসে সিনেমা হতে দেখা যায় না। সেদিক থেকে ‘তুফান’কে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়।



এদিকে, ‘তুফান’র মাধ্যমে দীর্ঘদিন পর সিঙ্গাপুরে মুক্তি পেল বাংলা সিনেমা। শুক্রবার থেকে সিঙ্গাপুর সিটির জিভি সিটি স্কয়ার এবং জিভি ভিভোসিটি দুটি থিয়েটারে চলছে ‘তুফান’। শুরুতে একটি করে শো থাকলেও দর্শকদের আগ্রহে ছয়টি করে শো রাখা হয়েছে। ওয়েব সাইড ঘুরে দেখা যায়, এই দুটি থিয়েটারে অগ্রিম টিকিটে তুফানের ৮০ শতাংশই সোল্ড আউট!


পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা ‘তুফান’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। আরও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালক রাফী জানান, ‘তুফান’ ইন্ডাস্ট্রি হিটের দিকে আগাচ্ছে।




Copyright © E Screen | Distributed by Blogger Templates | Designed by OddThemes